ইউসিটিসিতে ড. ডাও ক্যাম থুয়ের সেমিনার অনুষ্ঠিত

1

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) এর সম্মেলন কক্ষে গত ৯ জানুয়ারি ভিয়েতনামের ভিএনইউ ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস এর মার্কেটিং বিভাগীয় প্রধান ড. ডাও ক্যাম থুয়ে ব্যবসায়িক কৌশল, মার্কেটিং ইনোভেশন এবং ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিশীল পদ্ধতির উপর সেমিনারে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টি সেক্রেটারি মোহাম্মদ ওসমান, ইউসিটিসি স্কুল অব বিজনেজ বিভাগের এডভাইজার অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, প্রফেসর মো. বজলুর রহমান, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, সহকারী রেজিস্ট্রার এস.এম শহীদুল আলম, স্কুল অব বিজনেজ বিভাগের বিভাগীয় প্রধান ড. শাকিল আহমেদ, বিভাগের কো-অর্ডিনেটর সাকেরা বেগম সহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শেষে ড. ডাও ক্যাম থুয়ে ক্যাম্পাস পরিদর্শন করেন এবং ইউসিটিসির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিজ্ঞপ্তি