ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এর স্কুল অব বিজনেস-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ক্রিয়েটিভ বিজনেস ক্লাব (ঈইঈ) এর দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট ২০২৫। নগরীর বাকলিয়ার একটি টার্ফ মাঠে এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউসিটিসির স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক এস.এম. শহিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. শাকিল আহমেদ, প্রভাষক আলবাব রশিদ চৌধুরী এবং ব্র্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান অভিমান ঘোষ দস্তিদার। ক্রিয়েটিভ বিজনেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ ‘ক্রিয়েটিভ রক্স’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে দলগত কাজ, নেতৃত্ব ও শরীরচর্চার ইতিবাচক বার্তা বহন করে।