ইউসাম’র ঈদ পুনর্মিলনী ও ৯৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

1

ইউসাম’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী নবীন বরণ ও সংবর্ধনা মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে। আব্দুল্লাহ আল মুরাদের সভাপতিত্বে ও মাকসুদুল আলম ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে ৯৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা। ‘মায়ের ভাষায় মাকে চিঠি’ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ ও বিগত কমিটিকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। অতিথি ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, ঢাবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান শওকত, উপ-সচিব জাহিদ ইকবাল, মৎস্য কর্মকর্তা দেলওয়ার হোসেন, রাজনীতিবিদ শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফসার, সাবেক ট্যাক্স কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, চবি’র রসায়ন বিভাগের ড. কামরুল ইসলাম, রাজনীতিবিদ গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি দিদারুল আলম মিয়াজী, মিরসরাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক, প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, প্রমূখ। শেষে লাকি কুপন ড্র এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি