দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার ইউপিডিএফ সংগঠক মিটন চাকমাকে হত্যার প্রতিবাদে সভা করেছে সংগঠনটি। গত রবিবার সকালে দীঘিনালা উপজেলায় দীঘিনালা ইউনিয়নের উদাল বাগান খামার পাড়ায় মিটন চাকমার নিজ বাড়িতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইউপিডিএফ সংগঠক মিলটন চাকমা।
বক্তব্য রাখেন দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রিংকু চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য প্রতিভা চাকমা, সাবেক ইউপি সদস্য কৃপারঞ্জন চাকমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ১০ নভেম্বর পানছড়িতে সন্তু লারমার ভাড়াটে বাহিনীর হামলায় ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা নিহত হয়েছে। আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা তার চেয়ার ঠিক রাখার জন্য ভ্রাতৃঘাতি এ সংঘাত সৃষ্টি করে রেখেছে। ইউপিডিএফ ভ্রাতৃঘাতী সংঘাত চায় না। ইউপিডিএফ জুম্ম জাতির অধিকার আদায়ে কাজ করছে। এছাড়া আঞ্চলিক পরিষদসহ তিন পার্বত্য জেলা পরিষদ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠনের দাবি জানান। শুরুতে মিটন চাকমার ছবিতে ইউপিডিএফ, পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ইউপিডিএফ সভাপতি প্রসীত বিকাশ খীসার পাঠানো শোকবার্তা পাঠ করেন তুলনা চাকমা।