ইউপিডিএফ (প্রসিত) নিষিদ্ধের দাবিতে লক্ষীছড়িতে বিক্ষোভ

35

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ-গণতান্ত্রিক নেতা-কর্মীরা। রবিবার সকালে ইউপিডিএফ প্রসিত গ্রুপকে নিষিদ্ধসহ রাষ্ট্রবিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সামবেশে করে তারা। বিক্ষোভ মিছিলটি লক্ষীছড়ি বাজার থেকে বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক ঘুরে থানা সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপিডিএফ-গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সদস্য গতি চাকমা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর ও দেপাত্তন চাকমা প্রমুখ। বক্তারা বলেন, প্রসিত গ্রুপের ইউপিডিএফ পার্বত্য শান্তিচুক্তি বিরোধিতা করছে। তারা পাহাড়ে অশান্ত পরিবেশ সৃষ্টি করে রেখেছে। কিছু সংখ্যক সাধারণ মানুষকে মিথ্যা আশাবাদ দিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করছে। নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করাসহ ভয়-ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসকল হয়রানি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম বন্ধসহ ইউপিডিএফ প্রসিত গ্রুপকে নিষিদ্ধের দাবি জানান বক্তারা।