ইউনূসকে বই ও কলম উপহার দিলেন তারেক

3

লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কলম ও বই উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার দুপুরে পার্ক লেইনের ডরচেস্টার হোটেলে দেড় ঘণ্টা বৈঠক করেন তারা।
বৈঠকের শুরুতেই তারেক একটি ওয়াটারম্যান কলম, ‘নেচার ম্যাটারস’ শিরোনামে একটি কবিতা সংকলন আর জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গের লেখা বই ‘নো ওয়ান ইজ টু স্মল টু মেইক আ ডিফরেন্স’ উপহার দেন প্রধান উপদেষ্টাকে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব উপহারের ছবি ফেইসবুকে শেয়ার করেন।এ বৈঠকের আগে সেখানে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম। খবর বিডিনিউজ’র
এমন এক সময়ে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে তারেকের এ বৈঠক হল, যাখন নির্বাচনের সময়সূচি নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির মতবিরোধ রয়েছে আলোচনার কেন্দ্রে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে আশা প্রকাশ করেছিলেন, বর্তমান পরিস্থিতিতে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হতে পারে ‘টার্নিং পয়েন্ট’।