ইউনূসকেও পালাতে হবে পরিণতি হবে ভয়াবহ

2

চন্দনাইশ প্রতিনিধি

অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহম্মদ ইউনূসের কড়া সমালোচনা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। তিনি সরকার প্রধানকে সাবধান করে বলেছেন, ‘এখনই সাবধান না হলে ড. ইউনূসকেও পালাতে হবে। পরিণতি হবে ভয়াবহ।’
গতকাল বুধবার সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
কর্নেল অলি বলেন, ‘ইউনূস সাহেবকে আমি পরামর্শ দিয়েছি। কিন্তু তিনি মনে করেন তাঁর পরামর্শের দরকার নাই। পরিণতি ভয়ানক হবে ইউনূস সাহেব। নিরাপদে আপনি ক্ষমতা ছাড়তে পারবেন না। শুধু আপনি না, আপনার সঙ্গে যারা আছে, তারা অনেকে দেশ ছেড়ে পালাবে। কারণ দেশের মানুষের মন জয় করতে পারেন নাই। আল্লাহও আপনাদের ওপর নারাজ। আল্লাহর সাথে যে কানেকশন করার কথা, সে কানেকশন আপনারা করতে পারেন নাই।’
বীর মুক্তিযোদ্ধা অলি আহমদ আরও বলেন, ‘এখনও চাঁদাবাজি হচ্ছে। কোন থানায় কোন জায়গায় পুলিশ ঠিকভাবে কাজ করছে না। ইউনূস সাহেব কী করছেন আপনি? থানা বন্ধ করে দেন। এ পুলিশ থেকে লাভ কি? জনগণকে ছেড়ে দেন, জনগণই ঠিক করুক।’
সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে কর্নেল অলি বলেন, ‘মানুষ খতিয়ানের জন্য যায়, খতিয়ান পায় না। জন্মসনদের জন্য যায়, জন্মসনদ পায় না। মানুষের জমিনের মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। প্রতিরোধ করার কেউ নাই। চাষের জমিকে পুকুর করে ফেলছে, গর্ত করে ফেলছে দেখার কেউ নেই। তাহলে দেশে এরকম সরকার রেখে লাভ কী?’