শরীয়াহভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর কদমতলী শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কদমতলী শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ আহমদ আলী।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মো. নজরুল ইসলাম এবং ২৯নং ওয়ার্ড কমিশনার গোলাম মোহাম্মদ জোবায়ের। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, চট্টগ্রামের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি











