ইউটিউবে এলো রাজের ‘ওমর’

3

বড় পর্দা, ওটিটি ও টেলিভিশন চ্যানেলে সব বয়সী দর্শকদের প্রশংসা কুড়িয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। এবার ইউটিউবে এলো ‘ওমর’। ২২ মে দুপুর ১২টায় সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে ছবিটি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ষষ্ঠ চলচ্চিত্র ‘ওমর’ ২০২৪ সালের ঈদুল ফিতরে (২৬ এপ্রিল) বড় পর্দায় মুক্তি পায়। থ্রিলার, টুইস্ট ও কমেডিতে ভরপুর সিনেমাটির গল্পের শুরুর দিকেই প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত ছিল দুই ব্যক্তি ওমর ও বদি। খুনের ঘটনায় একে অপরকে দায়ী করে তারা। ওমর দাবি করে, বদির কারণেই ছোট মির্জা প্রাণ হারিয়েছে। অন্যদিকে বদির ধারণা, খুনের দায় ওমরের। তারা বুঝতে পারে, যার কারণেই মৃত্যু হোক না কেনো বড় মির্জা যদি এই ঘটনা জানতে পারে তাহলে আর রক্ষা নাই। নিজেদের বাঁচাতে তারা লাশ লুকানোর পরিকল্পনা করে। ওমর ও বদি শেষ পর্যন্ত সফল হয় কিনা ও তাদের পরিণতি কী ঘটে সেসব নিয়েই টানটান উত্তেজনায় এগোতে থাকে কাহিনি।