ইউসিটিসি (ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং) এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, কো-অর্ডিনেটর, আইকিউএসির সহকারী পরিচালক এবং কবি ও গবেষক মো. জিয়াউল হক ২৮ অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত দিনব্যাপী কর্মশালায় ইউসিটিসির আইকিউএসির সহকারী পরিচালক হিসেবে প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ সরকার অনুমোদিত Strategic Plan for Higher Education in Bangladesh: 2018-30 (SPHE)-এর অ্যাকশন প্ল্যান ১১ এর আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি (ইউটিটিএ) স্থাপনের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে প্রশিক্ষণ শুরুর জন্য ইউজিসির সিদ্ধান্তের প্রেক্ষিতে Higher Education Acceleration and Transformation (HEAT) প্রকল্পের অর্থায়নে একটি চার মাস মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ মডিউল প্রণয়ন করা হয়।
প্রণীত মডিউলের আলোকে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অংশগ্রহণের জন্য পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাংলাদেশের প্রায় সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক/রেজিস্ট্রাররা উপস্থিত থেকে প্রণীত বুনিয়াদী প্রশিক্ষণ মডিউল সম্পর্কে নিজস্ব ধারণা ও প্রস্তাব উপস্থাপন করেন। মো. জিয়াউল হক কিছু যৌক্তিক এবং বাস্তবধর্মী প্রস্তাবনা পেশ করেন। বিজ্ঞপ্তি