ইউজিসি’র নতুন সচিব ড. মো.ফখরুল

5

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ড. মো.ফখরুল ইসলামকে সচিব পদে বদলি করা হয়েছে। আর সচিব ড. ফেরদৌস জামানকে কমিশনের রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন বিভাগের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। ১১ আগস্ট এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। ড. মো. ফখরুল ইসলাম সচিব হিসেবে গতকাল অপরাহ্নে যোগদান করেন।
উল্লেখ্য, ড. মো.ফখরুল ইসলাম কমিশনের যুগ্মসচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া, যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইএলটির ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩টি। তিনি এমটিসিপি (মালয়েশিয়া), নাফিক (নেদারল্যান্ডস), সিডা (সুইডেন), এসসিপি (সিংগাপুর) এবং এসডিসি ফেলোশিপের আওতায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি