ইউক্রেনের একটি সীমান্ত অঞ্চলে প্রশিক্ষণ কার্যক্রমে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয় সেনার প্রাণ গেছে। ১০ জনেরও বেশি সেনা এই ঘটনায় আহত হয়েছেন। ইউক্রেনের ন্যাশনাল গার্ড এমনটি জানিয়েছে। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে দাবি করে, তারা ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে একটি প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ওই হামলায় ৭০ জন পর্যন্ত নিহত হতে পারে। ওই সীমান্ত অঞ্চল যুদ্ধে বারবার রুশ গোলাবর্ষণের শিকার হয়েছে। এই অঞ্চল থেকেই ইউক্রেনের সেনারা রাশিয়ার পার্শ্ববর্তী কুরস্ক অঞ্চলের একটি অংশে মাসব্যাপী অভিযান চালায় এবং তা কিছু সময়ের জন্য দখলে রাখে।