রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের ‘মূল কারণগুলো’ সমাধান বা অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়া তার অবস্থান থেকে পিছু হটবে না। পুতিনের ভাষায়, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের চেষ্টা এবং পশ্চিমা সামরিক জোটের হুমকিই ২০২২ সালের রুশ আগ্রাসনের মূল কারণ।
যদিও এই ব্যাখ্যা ইউক্রেন ও তার মিত্ররা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তবে ট্রাম্প আংশিকভাবে পুতিনের এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার প্রায় এক ঘণ্টার টেলিফোন আলাপে পুতিন রাজনৈতিক ও আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর ‘প্রস্তুতির’ কথা জানালেও, ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, ‘রাশিয়া পিছু হটবে না।’ অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই ফোনালাপে যুদ্ধবিরতির পথে কোনো অগ্রগতি হয়নি এবং তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘খুশি নন’ বলেও মন্তব্য করেন। এই আলাপ ছিল জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর পুতিনের সঙ্গে তার ষষ্ঠ ফোনালাপ।