ইউক্রেন যুদ্ধের তিন বছরেরও বেশি সময় পর পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। মস্কোর মদদপুষ্ট ওই অঞ্চলের প্রধান রুশ রাষ্ট্রীয় টেলিভিশনকে সোমবার জানিয়েছেন, লুহানস্ক এখন পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে। এই দাবি সঠিক হলে, ২০২২ সালের ফেব্রæয়ারিতে ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ আক্রমণের পর প্রথম কোনও অঞ্চল রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে যাবে। লুহানস্কের আয়তন প্রায় ২৬ হাজার ৭০০ বর্গকিলোমিটার।
২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর থেকে রাশিয়ার হাতে পড়া সবচেয়ে বড় এলাকা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও এই দাবি নিশ্চিত করেনি এবং ইউক্রেনও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। ইউক্রেন বারবার বলেছে, লুহানস্কসহ রাশিয়া-অধিকৃত সব অঞ্চলের ওপর মস্কোর দাবি অবৈধ ও ভিত্তিহীন। কিয়েভ সরকার জানিয়েছে, তারা কখনোই এসব অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না। ২০১৪ সালে ইউক্রেনের গণআন্দোলনে রুশপন্থি সরকার পতনের পর রাশিয়া ক্রিমিয়া দখল করে এবং লুহানস্ক ও ডনেস্কে সশস্ত্র সংঘাত শুরু হয়।