স্পোর্টস ডেস্ক
ইতালির তুরিন শহরে স্পেশাল অলিম্পিকসের বিশ্ব শীতকালীন গেমসে ফ্লোর বল ইভেন্টে বাংলাদেশ ৪-২ গোলে ইউক্রেনকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে। এর আগে এই ইভেন্টে বাংলাদেশ সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে এবং ইউক্রেন ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
শনিবারের ফাইনালে বাংলাদেশ দলের হয়ে গোল করেছেন স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ওতামাল্লিন। বাংলাদেশ দলে খেলছেন- ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।