ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এর ফ্যাকাল্টি অব বিজনেজ এন্ড এন্ট্রেপ্রিনিউরিয়াল সায়েন্সের উদ্যোগে গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে হিউম্যান রিসোর্স কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত কনভেনশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর এম মহিউদ্দীন চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. নুরুল আবছার, চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালের সিওও এ.এইচ.এম লতিফ উদ্দীন চৌধুরী, গেস্ট অব অনার ছিলেন কমপ্লাইন্স কনসালটেন্ট এম গোলাম নেওয়াজ বাবুল, ট্যালেন্ট ম্যানেজম্যান্টের ফাউন্ডার এন্ড চীফ এক্সিকিউটিভ নোমান বিন জহির উদ্দীন, বিএসআরএম লিমিটেডের সাপোর্ট ফাংশন এন্ড এইচ বিভাগের প্রধান উসমান গণি মজুমদার। উক্ত অনুষ্ঠানে কীনোট স্পীকার ছিলেন হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মিজানুর রহমান। তাছাড়া ডিসকাসেন্ট ছিলেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউএসটিসিরি সার্চসেলের পরিচালক ড. মোহাম্মদ সাহাবউদ্দীন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান চন্দ্রা দাশ এবং সেশন চেয়ার ছিলেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ফাহমিদা আহমেদ। চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর হিউমান রিসোর্স প্রফেশনালদের সাথে স্ট্রং কানেক্টিভিটি, ইথিক্যাল লিডারশিপ ইন ডিজিটাল এরা, ডায়নামিক ওয়ার্ক ফোর্স ম্যানেজমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং এবং কোলাবরেশন বৃদ্ধির লক্ষে হিউমান রিসোর্স কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ফ্যাকাল্টি অব বিজনেজ এন্ড এন্ট্রেপ্রিনিউরিয়াল সায়েন্সের সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি