বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসার সাথে গত ১০ সেপ্টেম্বর সৌজন্য সাক্ষাতে মতবিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় পূজা পরিষদ নেতৃবৃন্দ ইউএনও হিমাদ্রী খীসাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন শীল, সহ-সভাপতি সুবল দাশ, সাধারণ সম্পাদক ত্রিদীপ চৌধুরী (সুফল), সহ-সাধারণ সম্পাদক জয় দাশ (লালু), সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দাশ, প্রচার সম্পাদক সত্যজিত সরকার পিন্টু ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক সঞ্জয় দাস প্রমুখ। বিজ্ঞপ্তি