ইইউ পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

2

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছেন যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ জুন থেকে ইইউ সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছেন তিনি। তার এই ঘোষণা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, আমাদের আলোচনাগুলো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করছে নাএর আগে ট্রাম্প ২০ শতাংশ শুল্কের প্রস্তাব দিয়েছিলেন, যা আলোচনার সুযোগ রাখতে সাময়িকভাবে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছিল।
তবে এখন সেই হার এক লাফে দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৫০ শতাংশে নেওয়ার ঘোষণা আসলো। শুধু ইউরোপ নয়, অ্যাপলকেও কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প।