ইংল্যান্ড দলে ৬ ফুট ৭ ইঞ্চির ২০ বছর বয়সী ক্রিকেটার

3

ছেলেটার উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি। বয়স মাত্র ২০। জস হালকে ‘লম্বু’ ক্রিকেটার বললেও কম বলা হবে। দীর্ঘদেহী এই তরুণ ক্রিকেটারকে টেস্ট অভিষেক করাতে যাচ্ছে ইংল্যান্ড। শুক্রবার লন্ডনের দ্য ওভালে শুরু হবে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় টেস্ট। এই ম্যাচেই অভিষেক হবে তার। লর্ডসে ১৯০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিলো ইংল্যান্ড। সেই দলে একটি মাত্র পরিবর্তন আনছে ইংল্যান্ড। ম্যাথিউ পটের পরিবর্তে দলে নেয়া হয়েছে জস হালকে। এর মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংলিশরা। মাত্র ২০ বছর বয়সী এই ক্রিকেটার এর আগে পরিবর্তিত ফিল্ডার হিসেবেও মাঠে নেমেছিলেন মার্ক উডের পরিবর্তে। জস হাল কাউন্টিতে লেস্টারশায়ারের হয়ে ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১১টি উইকেট।