ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বকালের সেরা স্পিনার ডেরেক আন্ডারউড মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তার মৃত্যুর খবর জানিয়েছে কেন্ট ক্রিকেট।
১৯৬৬ সালে টেস্টে অভিষিক্ত এই বাঁহাতি স্পিনার ৮৬ টেস্ট খেলেছেন। ২৫.৮৩ গড়ে নিয়েছেন ২৯৭ উইকেট। টেস্টে ইংল্যান্ডের স্পিনারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন। ১৯৮২ সালে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন এই স্পিনার।
আন্ডারউডের প্রথম শ্রেণির ক্যারিয়ার কেটেছে কাউন্টি দল কেন্টে। ১৯৬৩-১৯৮৭ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে ৯০০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি। ১৯.০৪ গড়ে কেন্টের হয়ে ২৫২৩ উইকেট নিয়েছেন সতীর্থদের কাছে ‘ডেডলি’ খেতাব পাওয়া এই স্পিনার।