ইংল্যান্ডের নতুন অধিনায়ক ব্রুক

0

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন তরুণ ব্যাটার হ্যারি ব্রুক। ২৬ বছর বয়সী এই ইয়র্কশায়ার ক্রিকেটার সদ্য পদত্যাগ করা জস বাটলার-এর স্থলাভিষিক্ত হলেন।
তার অধিনায়কত্বে প্রথম সিরিজ হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে ২৯ মে থেকে শুরু হবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড সিরিজ এবং নভেম্বরে নিউজিল্যান্ড সফর রয়েছে।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ব্রুকের অধিনায়কত্বে প্রথম আইসিসি টুর্নামেন্ট।
পরপর দুটি বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর আশা করছে ইংল্যান্ড। এখন দেখার বিষয়, হ্যারি ব্রুক সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে কতটা সফল হন।