ইংল্যান্ডের ওয়ানডে দলে আইপিএলের ৫ ক্রিকেটার

1

স্পোর্টস ডেস্ক

এবারের আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে চুক্তিবদ্ধ পাঁচ ক্রিকেটারকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল সাজিয়েছে ইংল্যান্ড। আইপিএলের পরিবর্তিত সূচির সঙ্গে এই সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটির প্লে-অফে জস বাটলার, জ্যাকব বেথেল ও উইল জ্যাকসকে পাওয়া নিয়ে জেগেছে সংশয়। হ্যারি ব্রুক সাদা বলের অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ডের প্রথম সিরিজ এটি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্যও সামনের সিরিজগুলো গুরুত্বপূর্ণ। ২০২৭ সালের মার্চ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে। বর্তমানে ইংল্যান্ড আছে র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে, ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে।
ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, জো রুট, জেমি স্মিথ।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, লুক উড।