ঘরের মাঠ মুলতানে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে মোটেও পাত্তা পায়নি পাকিস্তান। ইনিংস ও ৪৭ রানের জয়ের পর একই মাঠ মুলতানে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিল দুদল। সেখানে লড়াই চলছে দুদলেরই, প্রথম ইনিংসে জ্যাচ লিচের ঘূর্ণির পর ইংল্যান্ডকে একাই নাচিয়েচেন সাজিদ খান। তৃতীয় দিনের প্রথম সেশনে খুব একটা ব্যাট করতে পারেনি ইংল্যান্ড। আগের দিনের ২৩৯ রানের পর ইংল্যান্ড অলআউট হয়েছে ২৯১ রানে। ইংল্যান্ডকে একাই ধসিয়ে দিয়েছেন ডানহাতি স্পিনার সাজিদ খান। সাজিদ ২৬.২ ওভার বল করে ১১১ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। বাকি তিন উইকেট নিয়েছেন আরেক স্পিনার, বাঁহাতি নোমান আলী। বেন ডাকেটের সেঞ্চুরির পর আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি। প্রথম ইনিংসে কামরান গুলামের সেঞ্চুরিতে ৩৬৬ রান তুলেছিল পাকিস্তান। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ সর্বোচ্চ ৪টি এবং পেসার ব্রাইডন কার্স নিয়েছিলেন ৩টি উইকেটে।