আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা করে বিপাকে ব্যবসায়ী

2

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবছারের বিরুদ্ধে মামলা করার পর নানা হয়রানি ও হুমকির শিকার হওয়ার অভিযোগ করেছেন নগরের বাকলিয়া থানার চাক্তাইয়ের ব্যবসায়ী মো. হাসান নিজাম চৌধুরী। তিনি জানিয়েছেন, মামলার পর থেকে তাকে ব্যবসা প্রতিষ্ঠানে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
মো. হাসান নিজাম চৌধুরী জানান, নতুন চাক্তাইয়ে নজুমিয়া সওদাগরের মসজিদ গলিতে তার ব্যবসাপ্রতিষ্ঠান আল হাসান ট্রেডার্স দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে দলীয় প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানটি আত্মসাতের চেষ্টা করেন আবছার ও তার সহযোগীরা।
গত ৫ মার্চ বিকাল পৌনে ৬ টার দিকে চাক্তাই নতুন রাস্তার এনাম ব্রাদার্সের সামনে ৬-৭ জন মিলে তাকে মারধর করে এবং কুপিয়ে মাথা ফাটিয়ে দেয়। স্থানীয়রা এগিয়ে আসায় তিনি প্রাণে বেঁচে যান। তিনি দাবি করেন, হামলাকারীরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
হাসান নিজাম চৌধুরী বলেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর বাকলিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরবর্তীতে তিনি চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় পটিয়ার আশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবছার (৩৬), মোহাম্মদ ইদ্রিস (৪৫), মোহাম্মদ মুজিব (৩২), মো. হাসিব (৩২) ও মো. মোহাম্মদ আসিফ (২৪) কে আসামি করা হয়েছে।
হাসান নিজাম চৌধুরীর অভিযোগ, মামলার পর থেকে আবছার ও তার সহযোগীরা মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে মহড়া দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘গত রবিবার একটি এজেন্সির লোক পরিচয়ে আমাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়। পরে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোর্স পাঠিয়ে তাকে থানায় নিয়ে যায়’।