আ.লীগ নেতার বিরুদ্ধে মন্দিরের জায়গা দখলের অভিযোগ

5

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে মন্দিরের জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে সাবেক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মলিন কান্তি দাশ বলেন, আমি নিজেই মন্দিরের নামে ২০১৫ সালে হোল্ডিং নং- ১৭৬ এর আন্দর ৬ শতক জায়গা দান করি এবং পরবর্তীতে উক্ত জায়গার উপর একটি টিনসেট মন্দির নির্মাণ করা হয়। মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দীর্ঘ ৩ বছরের অধিক সময় ধরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান করে আসছিল। কিন্তু আওয়ামীলীগের প্রভাবশালী নেতা লক্ষীপদ দাশ ক্ষমতার দাপট দেখিয়ে ২০১৭ সালের আগস্ট মাসে রাতে আধারে মন্দির ভাংচুর করে মন্দিরের জায়গা জোরপূর্বক দখল করে নেয়। এসময় তিনি আরও বলেন, এ বিষয়ে ডিসি অফিসে ও থানায় একাধিকবার অভিযোগ নিয়ে গেলেও তৎকালীন আওয়ামীলীগে প্রভাবশালী নেতা হওয়ায় অভিযোগ গ্রহণ করেনি। ছাত্র আন্দোলনের কারণে স্বৈরাচার সরকার পতনের পর বর্তমান প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় অন্তবর্তীকালীন সরকারের নিকট মন্দিরের জায়গা উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান।
এদিকে অভিযুক্তরা হলেন, বান্দরবান আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, অজিত কান্তি দাশ, কাজী মহতুল হোসাইন যত্ন, মোহাম্মদ মামুনুর রশিদ, অসিম বড়ুয়া, সুমন বড়ুয়া, বিটু দাশ, লক্ষীপদ দাশের বড় ভাইয়ের ছেলে পংকজ দাশ, পিন্টু কান্তি দাশ, সান্টু দাশ, সুশীল বড়ুয়া, অরুণ কান্তি বড়ুয়া, জীবন বড়ুয়া, রবিন দাশ, রফিকুল কাদেরসহ আরো বেশ কয়েকজন।