আ.লীগ নেতার গোয়ালঘরে ৪টি চোরাই গরু

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় জসিম উদ্দিন নামে এক আওয়ামীলীগ নেতার বাড়ির গোয়ালঘর থেকে থেকে চারটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া গ্রাম থেকে এ গরুগুলো উদ্ধার করা হয়। আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়ার গ্রামের মৃত নুরুল কবিরের ছেলে এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে হারবাং ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম নামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। গরুর মালিক সকালে খোঁজ নিয়ে জানতে পারেন তার চুরি হওয়া গরুগুলো ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনের বাড়িতে রয়েছে। গরুর মালিক স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে দেখতে পায় তার গোয়ালঘরে চারটি গরু বাঁধা রয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পরে থানা পুলিশ গিয়ে গরুগুলো উদ্ধার করে। এ সময় আনুমানিক শতাধিক চুরি করা গরুর রশি ও চুরি সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা চারটি গরুর মধ্যে দুটি থানায় নিয়ে আসে এবং মালিক বিহীন দুটি গরুর বাছুর স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় দিয়ে দেয়া হয়।
উদ্ধার হওয়া গরুর মালিক আবুল কালাম বলেন, গত বুধবার রাত ১১টার দিকে গোয়াল ঘরে গরুকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর রাত দুইটার দিকে দেখতে পাই, গোয়ালঘরে আর গরু নেই। গতকাল বৃহস্পতিবার সকালে খোঁজ নিয়ে জানতে পারি ফাঁসিয়াখালী ইউনিয়নের ভেন্ডীবাজার পুকপুকুরিয়ার আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের ছোট ভাই জসিম উদ্দিনের বাড়ির গোয়াল ঘরে রাতের আঁধারে গরু ঢুকেছে। পরে ওই বাড়িতে গিয়ে আমার গৃহপালিত গরুসহ চারটি গরু পাওয়া যায়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা বলেন, ‘বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ফাঁসিয়াখালীর ভেন্ডীবাজার পুকপুকুরিয়া গ্রামে জসিম উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে চোরাই গরু পাওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটির গোয়াল ঘর থেকে চারটি গরু উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি বাছুর। এ ছাড়া গরু চুরির রশি জব্দ করা হয়।’ চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ‘হারবাং থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে। গরুর মালিক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।