আ. লীগ নেতাদের ঘরে ঘরে মিলছে লুটপাটের টাকা

57

বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশে কোনো নাগরিকের জীবনের নিরাপত্তা নেই। দুর্নীতি লুটপাটে ছেয়ে গেছে দেশ। আওয়ামী লীগ নেতাদের ঘরে ঘরে লুটপাটের টাকা। এমনকি ওয়ার্ড পর্যায়ের নেতাদের বাসা-বাড়ি যেন এক একটি ব্যাংক। সম্প্রতি ভারতের সাথে সম্পাদিত সমঝোতা স্মারক ও চুক্তিগুলোকে দেশের স্বার্থবিরোধী চুক্তি বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় এ নেতা। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশ যে চুক্তিগুলো করেছে তা স¤পূর্ণভাবে দেশের স্বার্থের পরিপন্থী। দেশের জনগণ দেশবিরোধী এসব চুক্তিতে ক্ষুব্ধ, অসন্তুষ্ট। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জেলের বাইরে থাকলে কোনোভাবেই এসব চুক্তি করা যেত না। ৩০ তারিখের জাতীয় নির্বাচনও ২৯ তারিখ রাতে হতো না। দেশ বিরোধী চুক্তি করতেই খালেদা জিয়াকে জেলে বন্দী করে রাখা হয়েছে। এ চুক্তি সু¯পষ্টভাবে দেশবিরোধী এবং সংবিধান পরিপন্থী। দেশ বিক্রি করে দিয়ে হলেও ক্ষমতায় টিকে থাকতেই আওয়ামী লীগ সরকার ভারতের হাতে নিঃস্বার্থভাবে সব তুলে দিয়েছে। দেশের স্বার্থ বিরোধী চুক্তি বাতিল, বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী। জনসভাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সভার আগে পুলিশের পক্ষ থেকে বিকাল ৫ টার মধ্যে সমাবেশ শেষ করতে বলা হয়। পুলিশের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিকাল ৩ টায় জনসমাবেশ শুরু করে বিকাল ৫ টায় শেষ করা হয়েছে।
বরকত উল্লাহ বুলু আন্দোলনের উপর জোর দিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা করতে হলে দেশ প্রেমিক জনতাকে রাস্তায় নেমে আসতে হবে। অবৈধ অনির্বাচিত সরকারের পতন তরান্বিত করতে হলে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। অতিশীঘ্রই খালেদা জিয়া মুক্ত হবেন। দেশে আবার ভোট হবে। সে ভোটে তিনি বিপুল ভোটে প্রধানমন্ত্রী হবেন।
জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ও জেলা বিএনপি নেতা মোক্তার আহম্মদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আওয়াল মিন্টু। বক্তব্য রাখেন বিএনপির শরীক দল এনডিপির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, কেন্দ্রীয় বিএনপির মৎসজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, সাবেক এমপি নুরুল বশর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহম্মদ উজ্জল, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন রিপন প্রমুখ।