আ.লীগ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে : এয়াকুব আলী

1

চন্দনাইশের দোহাজারী পৌরসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) দোহাজারী পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল ও বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ১৮ মার্চ বিকেলে দোহাজারী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লেয়াকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন এলডিপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমএ জাফর, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, বরমা ইউনিয়ন এলডিপি সভাপতি মোসলেম খান, বরকল ইউনিয়ন এলডিপি সভাপতি সাইদ বিন খায়ের।
দোহাজারী পৌরসভা এলডিপির আহবায়ক কমিটির সদস্য পলাশ দত্তের সঞ্চালনায় বক্তব্য দেন, দোহাজারী পৌরসভা এলডিপি সদস্য সচিব আবু নাছির মো. সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আলী, ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন সওদাগর, দোহাজারী পৌরসভা গণতান্ত্রিক যুবদল সভাপতি কায়সার হামিদ, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মো. মুবিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ গফুর, গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক করিম উদ্দিন রানা, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি শহিদুল ইসলাম রিক্সন, সাধারণ সম্পাদক জাকের মাওলা, গণতান্ত্রিক শ্রমিক দল সভাপতি মোহাম্মদ আনিস, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তৈয়ব সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। সভা শেষে ইফতারের আগ মূহুর্তে দোয়া মোনাজাত পরিচালনা করেন দোহাজারী রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী জাকের হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী বলেন, বদর যুদ্ধের শুরু ও শেষের ঘটনাপ্রবাহে বহুবিধ শিক্ষা রয়েছে। এর মধ্যে অন্যতম শিক্ষা হলো, জালিমকে আল্লাহ তাআলা একটা সময় পর্যন্ত সুযোগ দিলেও শেষ বিচারে মজলুমের হাতেই জালিমের শোচনীয় পরাজয় ঘটে। ঠিক তেমনিভাবে গত সতের বছর ধরে আওয়ামী লীগ সকারের গুম, খুন, জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। ঠিক আজকে তারা আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে। মজলুম ইতিহাসের পাতায় স্বমহিমায় টিকে থাকে, জালিম ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়। বিজ্ঞপ্তি