আ. লীগের প্রতিনিধি সভা ২৭ অক্টোবর

28

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিনক্ষণ চ‚ড়ান্ত হয়েছে। নিয়মানুযায়ী কেন্দ্রীয় সম্মেলনের আগেই সকল ইউনিটের নিয়মিত কমিটি করার কথা। কিন্তু চট্টগ্রামে সম্মেলন আয়োজনের পরিবর্তে আওয়ামী লীগের প্রতিনিধি সভার আয়োজন করা হচ্ছে। আগামী ২৭ অক্টোবর কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় মহানগর, উত্তর, দক্ষিণ জেলা ও তিন পার্বত্য জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতা, সংসদ সদস্য, পৌরমেয়র, ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড, থানা, উপজেলা, ইউনিট, ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদকরা উপস্থিত থাকার সিদ্ধান্ত হয়েছে।
এ প্রতিনিধি সভা সফল করতে গতকাল সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ সালাম উপস্থিত ছিলেন। প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ওধ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা রয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান পূর্বদেশকে বলেন, আমরা প্রতিনিধি সভা সফল করতে একটি প্রস্তুতিমূলক বৈঠকে বসেছিলাম। বৈঠকে কিভাবে এ আয়োজন সুন্দর করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রতিনিধি সভায় উত্তর, দক্ষিণ ও নগর আওয়ামী লীগের নেতারা ছাড়াও রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান আওয়ামী লীগের নেতারাও উপস্থিত থাকবেন। এছাড়াও সকল সংসদ সদস্য, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা এ সভায় উপস্থিত থাকবেন। সভায় কেন্দ্রীয় নেতারা যেমন নির্দেশনা দিবেন সেভাবেই আমরা পরবর্তী পরিকল্পনা গ্রহণ করবো। আপাতত ধারণা করছি জাতীয় সম্মেলনকে সামনে রেখে এ প্রতিনিধি সভার আয়োজন করা হচ্ছে।