আ.লীগের অস্তিত্ব থাকবে না আমাদের দাবিয়ে রাখা সম্ভব নয়

6

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ ১৬ বছর ক্ষমতায় থেকে ভারতের জন্য যা করা দরকার তা-ই করেছে আর প্রতিবাদ করলেই নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। শেষ হাসিনাকে মোদি পরিবারের চামচা উল্লেখ করে তিনি বলেন, গত ১ আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার ৫ দিনের মাথায় আপনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমাদের দাবিয়ে রাখা সম্ভব নয়। আওয়ামী লীগেরই অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন। আর তারই কন্যা শেথ হাসিনা নিষিদ্ধ করেছেন গত ১ আগস্ট। এর ফলও তারা ভোগ করেছেন। আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে রক্ত আরো দেবো। জামায়াতে ইসলামী একমাত্র অসা¤প্রদায়িক রাষ্ট্র গঠন করতে পারে। গত শুক্রবার পটিয়ায় আয়েজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাস্টার নাছের আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বদরুল হক, ড. হেলাল উদ্দীন মোহাম্মদ নোমান, অধ্যক্ষ মওলানা ঈসমাইল হক্কানী, সাবেক ছাত্র নেতা শাহজাহান মুহাম্মদ মহিউদ্দিন, আকতার হোসাইন, মাস্টার মোহাম্মদ সেলিম উদ্দীন, মুহাম্মদ জসীম উদ্দিন প্রমুখ।
সভায় প্রধান অতিথি আরো বলেন, আমরা দুনিয়াবী উদ্দেশ্যে সমবেত হইনি। আমরা মজলুম মানুষের মুখে হাসি ফুটাতে এবং ন্যায় সঙ্গত সমাজ প্রতিষ্ঠার জন্য সমবেত হয়েছি। ১৯৪১ সাল থেকে জামায়েতে ইসলামীর একটা ইতিহাস রয়েছে। তৎকালীন সময় থেকে এ দলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। গত ১৬ বছর ধরে জামায়াতে ইসমালীকে দমানোর সব চেষ্টা আর যেভাবে ইচ্ছে গালিগালাজ করা হয়েছে। এরই মাঝে ১৬ বছর বাংলাদেশকে সর্বশান্ত করে দিয়েছন আ.লীগ। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি করেছে। সব ব্যাংক শেষ। প্রায় সাড়ে ৪ লাখ কোটি টাকা নিয়ে গেছেন। আসুন আমরা এ দেশকে ভালোবাসি। এ দেশের সার্বভৌমত্ব রাক্ষায় কাজ করি।