১৯৯৫ সালের ২৮ জানুয়ারি নগরীর গোলপাহাড় মোড়ে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যাকান্ডের শিকার চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৩তম প্রজন্মের ছাত্র ও ছাত্রনেতা আহসান উল্লাহ আপেলের ৩০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত ২৮ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন ভবনের নিচ তলায় কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়কারী ডা. কাজী মাহবুব আলমের সভাপতিত্বে ও ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, বিচারহীনতার সংস্কৃতি ভেঙে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আইন অনুযায়ী ফ্যাসিবাদ বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। আহসান উল্লাহ আপেলসহ ডা. মিজান এবং আবিদ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। প্রধান বক্তা শহীদ আহসান উল্লাহ আপেলের বড় ভাই এমদাদ উল্লাহ হক দীর্ঘদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে এসে আপেলের সহপাঠীদের দেখে আবেগতাড়িত হয়ে পড়েন এবং তাদের মাঝে তার মৃত ভোট ভাইকে খুঁজে পান। বিশেষ অতিথি ছিলেন ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি ডা. তমিজ উদ্দিন আহমেদ, বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, এনডিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. একেএম ফজলুল হক, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, এনডিএফ চমেক শাখার সভাপতি ডা. মাহমুদুর রহমান ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুল রহমান, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. এস এম ইফতেখারুল ইসলাম, এনডিপিএফ চমেক সাধারণ সম্পাদক ডা. কামরুল ইসলাম।
সহপাঠীদের মধ্যে শহীদ আহসান উল্লাহ আপেলকে নিয়ে স্মৃতিচারণ করেন ডা. মাহফুজুর রহমান বাবু, ডা. কামরুন নাহা লুনা, ডা. তৌফিকুন্নাহার মোনা, ডা. মঞ্জুরুর কাদের চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি