অতিরিক্ত ঝড়, বৃষ্টি কিংবা মহামারি থেকে বাঁচতে আযান দেয়া মুস্তাহাব। তাই করোনা ভাইরাসের মত মহামারী হতে আল্লাহর রহমত প্রত্যাশায় গত ২৬ মার্চ বৃহস্পতিবার রাতে সারাদেশে একযোগে আযান দেয়ার কর্মসূচি দেয়া হয় আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার পক্ষ থেকে। এই কর্মসূচির সাথে বাংলাদেশের বিভিন্ন জেলার হাজারো মসজিদসহ বাড়ি-ঘর ও যে যেখানে ছিল সেখানে ধর্মপ্রাণ মুসলমান সংহতি প্রকাশ করে সুরলিত কণ্ঠে আযান পরিবেশন করেন। উল্লেখ্য যে, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে গত বুধবার একইসাথে সারা বিশ্বে মহামারি প্রতিরোধে আল্লাহন করুণা প্রার্থনায় আযান দেয়ার আহবান জানানোর পর বাংলাদেশের সংগঠন দুটির পক্ষ থেকে মুসলমানদের এ কর্মসূচি পালনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহবান জানানো হয়। বিশ্বের সকল দেশের সাথে দল মত নির্বিশেষে বাংলাদেশেও এ কর্মসূচি সফল করায় আহলে সুন্নাত ওয়াল জামাআতের মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা জিএম শাহাদত হোছাইন মানিক, সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইমরান হুসাইন তুষার সকলকে ধন্যবাদ জানান।-বিজ্ঞপ্তি