আহলে সুন্নাত ওয়াল জামাআত ঐক্য পরিষদের সমাবেশ

4

আহলে সুন্নাত ওয়াল জামাআত ঐক্য পরিষদ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় শান্তি ও সম্প্রীতি সমাবেশ ১৭ আগস্ট বিকালে হাটহাজারী বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয়। উত্তর জেলা আহলে সুন্নাতের সভাপতি শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ এর সভাপতি ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী। তিনি বলেন, চট্টগ্রাম হাটহাজারী তথা দেশের কৃতি সন্তান বরেণ্য ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে আমরা সাধুবাদ জানাই এবং সরকারের সাফল্য কামনা করি। অতি সম্প্রতি সংঘটিত সকল হত্যাকান্ডের বিচার, নিহত-আহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসার দাবি জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে আল্লামা হাফেজ সোলাইমান আনসারী বলেন, ছাত্র জনতার এ বিজয় যাতে কোনো ভুল-বিচ্যুতিতে নস্যাৎ হয়ে না যায় এবং দুষ্কৃতীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সরকারকে তা দেখতে হবে। সুন্নি জনতাই এদেশের অন্যতম বড় শক্তি। সুন্নিয়তের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা এস.এম ফরিদ উদ্দিন, আল্লামা সৈয়দ জালাল উদ্দিন আজহারী, অধ্যাপক হাফেজ আহমদ, মুজিবুল হক শাকুর, ইঞ্জিনিয়ার সৈয়দ আবু আজম, মাওলানা এনাম রেজা, মাওলানা সৈয়দ হাসান আজহারী, মাওলানা রফিকুল ইসলাম তাহেরী। বিজ্ঞপ্তি