আহলে সুন্নাত ওয়াল জামাআত বায়েজিদ’র প্রতিবাদ সমাবেশ

3

আহলে সুন্নাত ওয়াল জামাআত নেতৃবৃন্দ বলেছেন, দেশদ্রোহী একটি চিহ্নিত গোষ্ঠী দেশের বিভিন্ন জেলায় বিশেষতঃ ফেনী দাগনভূঁইয়া, ব্রাহ্মনবাড়িয়া ও কিশোরগঞ্জ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস ও বিভিন্ন দ্বীনি স্থাপনায় হামলা এবং একজন শান্তিপ্রিয় আহলে সুন্নাত কর্মীকে শহীদ করেছে। বায়তুল মোকাররম মসজিদে নামাজ চলাকালীন হামলা করেছে। এরা বিশ্ব দরবারে এ দেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে চিত্রিত করতে চাই। আহলে সুন্নাত ওয়াল জামাআত বায়েজিদ থানা লিয়াজোঁ কমিটির উদ্যোগে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (দ.) জুলুস এবং বিভিন্ন দ্বীনি স্থাপনায় ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অক্সিজেন চত্বরে অনুষ্ঠিত বিশাল প্রতিবাদ সমাবেশে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। বিশিষ্ট আলেমেদ্বীন মুফতিয়ে আহলে সুন্নাত অধ্যক্ষ আল্লামা ছৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (ম জি আ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম এ) মাদরাসার সাবেক অধ্যক্ষ শাইখুল হাদিস আল্লামা জয়নুল আবেদীন জুবাইর (মজিআ), পীরে তরিকত আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল (এম এ) মাদরাসার অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান সর্দার, এইচ এম মুজিবুল হক শাকুর, মাওলানা হাফেজ খালেদুর রহমান হাশেমী, মাস্টার মোহাম্মদ নুরুল আজিম, মাওলানা আবু নাছের মোহাম্মদ তৈয়ব আলী, মাওলানা মুহাম্মদ মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডা. হাসমত আলী তাহেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ এর প্রতিনিধি মোহাম্মদ সাদ্দাম হোসেন, মাওলানা ছৈয়দুল আলম বাহারী, মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম কাদেরী, মাওলানা ছৈয়দ আজিজুর রহমান, মাওলানা ফোরকান কাদেরী, মাওলানা অলিউর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবদুর শাকুর আনছারী, রেজাউল করিম বশির,হাফেজ নাঈম উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি