অন্তর্বতীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একটি মহল অতিউৎসাহী হয়ে ধর্মীয় উপাসনালয়ে বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে। মসজিদের ইমাম, খতিম খাদেমদের জোরপূর্বক লাঞ্ছিত করে তাঁদের সম্মানের আঘাত করছে। আলেম সমাজ, কুরআনের হাফেজ তাঁরা সমাজের আদর্শবান মানুষ। ইসলামের লেবাসধারী একটি গোষ্ঠি নিজেদের দলীয় প্রভাব প্রতিপত্তি প্রদর্শনের জন্য সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে মসজিদের খতিব, মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষকে অব্যাহতি ও পদত্যাগে বাধ্য করার ঘৃণ্য কর্মকান্ড প্রতিহত করতে হবে। নগরীর বিভিন্ন মসজিদে ইমাম-খতিবদের ইসলামের নামে ভ্রান্ত মতাদর্শ গোষ্ঠীর কর্তৃক জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ডবলমুরিং থানা শাখার উদ্যোগে গত ৮ নভেম্বর নগরীর দেওয়ানহাট চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সংগঠনের আহবায়ক মাওলানা মুহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে ও যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক মুহাম্মদ মোশাররফ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সুলতান দেওয়ানিয়া জামে মসজিদের মোতোয়াল্লি পরিবারের সদস্য মুহাম্মদ জামাল দেওয়ান, সদরঘাট থানা শাখার আহবায়ক মাওলানা হারুনুর রশিদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রকাশনা সচিব ইঞ্জি. সৈয়দ মুহাম্মদ আবু আজম, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আব্দুল হালিম আলকাদেরী, মাওলানা রিদুয়ান বারী, মাওলানা সাইফুদ্দিন, মহিন উদ্দিন মনির, পাহাড়তলী থানা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন খান, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, হাফেজ মুহাম্মদ নুর আলম, হাফেজ মুহাম্মদ আনসারুল হক, মুহাম্মদ জিতু, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, নজরুল ইসলাম, সরোয়ার মোর্শেদ টিপু, আলমগীর হোসেন রনি, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ ইব্রাহিম আহাদ, সাজ্জাদুল ইসলাম, মুহাম্মদ ইরফান, মুহাম্মদ তৌহিদ আলিফ, সাবিদ প্রমুখ। বিজ্ঞপ্তি