আহলে বায়াতের প্রতি ভালোবাসায় রাসূল (দ.)’র পূর্ণাঙ্গ মর্যাদা দীপ্তমান

1

মহান রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী রহমতুল্লিল আলামীন প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.) কে অনন্য রহমত স্বরূপ এই ধরনীতে পাঠিয়েছেন। পবিত্র কোরআনে পাকের অসংখ্য আয়াতে রাসূল (দ.) ও তাঁর আহলে বায়াতের প্রতি সম্মানের ব্যাপারে আলোচনা হয়েছে। তাই আহলে বায়াতের প্রতি ভালোবাসাই রাসূল (দ.)’র পূর্ণাঙ্গ মর্যাদা দীপ্তমান। ১৩ সেপ্টেম্বর বাদ যোহর হতে নগরীর কুলগাঁওস্থ দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমী (রহ.) কর্তৃক প্রবর্তিত ৪৮তম ১২ দিনব্যাপী ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনার’২৪ এর দশম দিবসে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি গোলজার হাশেমী ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমী (মুজিআ) সভাপতির বক্তব্যে একথা বলেন।
সেমিনারে প্রধান মেহমান ছিলেন সুদূর ভারতের পশ্চিমবঙ্গ খড়কপুর থেকে আগত বুলবুলে বাঙ্গাল আল্লামা মুহাম্মদ আশিক হোসেন চিশতী (মুজিআ), আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার। আলোচনায় অংশগ্রহণ করেন পীরে তরিকত্ব মাওলানা মুহাম্মদ নিজামউদ্দিন আশরাফী, আল্লামা ফখরুদ্দীন আল-কাদেরী, মাওলানা শহিদুল ইসলাম চৌধুরী, মাওলানা মুহাম্মদ ইদরীছ আনছারী, মাওলানা ছৈয়দ মোকাররম বারী, মাওলানা আব্দুন নবী হক্কানী, প্রফেসর হাফেজ মুহাম্মদ সালাহ উদ্দিন।
সেমিনারে উপস্থিত ছিলেন শাহযাদা কাযী মাওলানা মুহাম্মদ আবুল এহছান হাশেমী, শাহযাদা মাওলানা কাযী মুহাম্মদ আবুল বোরহান হাশেমী, আঞ্জুমানের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, মঞ্জুরুল আলম, আব্দুল লতিফ, মোহাম্মদ লোকমান, কাজী আহছানুল মোরশেদ কাদেরী, মাওলানা ইদ্রিস আলম কাদেরী, মাওলানা জালাল উদ্দিন আনোয়ারী, হাফেজ মাওলানা ইউনুছ রজভী প্রমুখ। শাহযাদা কাযী আদহাম হাশেমী, শাহযাদা কাযী মুহাম্মদ মাছরুর হাশেমীর নাতে রাসূল (দ.) পরিবেশনের পর বিশ^বাসীর শান্তি কামনায় খতমে কসীদায়ে বুরদা শরীফ ও কসীদায়ে সুরিয়ানী শরীফ আদায়পূর্বক মোনাজাত শেষে তাবারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি