শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আহরণ’র উদ্যোগে কলেজ রোডস্থ ৭নং নির্বাণা আবাসিক এলাকার আহরণ সেন্টারে চ.বি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ’র সিনিয়র শিক্ষক সুলতান সালাউদ্দিন কাদের’র সভাপতিত্বে সম্প্রতি আহরণ পাঠক সভা আয়োজন করা হয়। পাঠক সভার শুরুতে মুমতাহিনা তারান্নুম (সাচী) গোলাম মোস্তফার প্রার্থনা কবিতা পরিবেশন করে এবং সমবেত সকলে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পাঠক সভায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন চ.বি’র জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার বিজ্ঞান লেখক শরীফ মাহমুদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জে.এম.সেন কলেজের সহকারী অধ্যাপক জনার্দন বনিক। শহীদ বুদ্ধিজীবিদের স্মরণ করে বক্তব্য রাখেন পাঠক মুহাম্মদ নাজমুস সাকীব, আশীষ নাথ ও নাঈমুল হাসান। আহরণ ঘোষণাপত্র উপস্থাপন করেন পাঠক অভিষেক দাশ। রবীন্দ্র কাব্য থেকে নেয়া আহরণ ভাবধারা উপস্থাপন করেন আহরণ’র নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। সভাপতি তাঁর বক্তব্য শেষে উপস্থিত সবাইকে আহরণ শপথ পাঠ করান। পাঠক সভার সঞ্চালনা করেন আহরণ’র অন্যতম উদ্যোক্তা মো. রেজায়ে রাব্বি। খবর বিজ্ঞপ্তির