আস্থার প্রতিদান দিতে পারেননি সৌম্য সিরিজসেরা নাসুম আহমেদ

0

 

শেষটা ভালো হলো না বাংলাদেশের। এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলা টাইগাররা পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেয়েছে হোঁচট। নিউজিল্যান্ডের কাছে ২৭ রানে হেরে শেষ করেছে ৩-২ ব্যবধানে। তবে দলের দিনটা ভালো না গেলেও পুরো সিরিজ দুর্দান্ত কেটেছে নাসুম আহমেদের। যার সুবাদে সিরিজসেরার পুরস্কারটি উঠেছে বাঁহাতি এই স্পিনারেরই হাতে। সিরিজে সবমিলিয়ে ৮টি উইকেট শিকার করেছেন নাসুম। শুক্রবার শেষ ম্যাচে ৩ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানে একটি উইকেট নেন এই স্পিনার। তার আগে চার ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। এদিকে মিরপুরে শেষ টি-টোয়েন্টির উইকেটটি ছিল পুরোপুরি ব্যাটিং সহায়ক। কিউইদের মতো অবশ্য বিধ্বংসী শুরু পায়নি স্বাগতিকরা। মোহাম্মদ নাঈম হাত খুলে খেলছেন ঠিকই। কিন্তু লিটন ১২ বলে ১০ রানের বেশি করতে পারেননি। এজাজ প্যাটেলের স্পিনে দারুণ এক ক্যাচে ফিরে গেছেন। পরীক্ষা-নিরীক্ষার শেষ ম্যাচে সৌম্যকে সুযোগ দেওয়া হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি। ম্যাকনকির ঘূর্ণিতে দারুণ এক ক্যাচে ফিরেছেন মাত্র ৪ রানে।