চট্টগ্রাম নগরের চকবাজার প্যারেড মাঠে ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহ্ফিলে চট্টগ্রাম বিভাগের বন্ধুদের আসার আহবাবন জানিয়েছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহবান জানান। খবর বাংলানিউজের
ড. মিজানুর রহমান আজহারী পোস্টে লিখেছেন, ‘চট্টগ্রাম বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামিকাল (আজ) থাকছি- ঐতিহাসিক প্যারেড ময়দানে, ইসলামি সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহ্ফিলে। আসুন, দেখা হবে, কথা হবে’।
দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠেয় তাফসিরুল কোরআন মাহ্ফিলের শেষ দিন আজ শুক্রবার প্রধান মুফাচ্ছির হিসেবে অংশ নেবেন ড. মিজানুর রহমান আজহারী।
মাহ্ফিল সুষ্ঠুভাবে সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসলামি সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের।