আসন বরাদ্দের মেধাতালিকা আটকে আছে

1

চবি প্রতিনিধি

দীর্ঘ ৭ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বৈধভাবে আসন বরাদ্দ দিয়েছে প্রশাসন। শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের প্রেক্ষিতে মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। গত ৪ অক্টোবর আসন বরাদ্দের প্রথম মেধাতালিকা প্রকাশের পর হলে ভর্তির নির্ধারিত সময় শেষে প্রতিটি হলেই বেশকিছু আসন খালি থেকে যায়। দ্রুত সময়ের মধ্যে ২য় মেধাতালিকা প্রকাশের মাধ্যমে সেসব আসন বরাদ্দ দেয়ার কথা থাকলেও এখনো তা প্রকাশ করতে পারেনি চবি প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা।এ বিষয়ে গতকাল শনিবার যোগাযোগ করা হলে এ সপ্তাহে ২য় মেধা তালিকা প্রকাশ করা সম্ভব হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রথম মেধাতালিকা প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্য থেকে বেশকিছু অভিযোগ উঠে আসে। তাই প্রশাসন শিক্ষার্থীদেরকে লিখিত আকারে সেসব অভিযোগ দেয়ার সুযোগ দিয়েছে। এ সপ্তাহে শিক্ষার্থীদের সেসব অভিযোগ গ্রহণ ও তা সমাধানের চেষ্টা করা হবে।
এছাড়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তির পঞ্চম মেধাতালিকা প্রকাশ নিয়েও কাজ করছে চবি কর্তৃপক্ষ। তাই এ সপ্তাহে হলে আসন বরাদ্দের ২য় মেধাতালিকা প্রকাশ করা সম্ভব হবে না।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, প্রথম মেধাতালিকায় আসন বরাদ্দের পর শিক্ষার্থীদের বেশ কিছু অভিযোগ আমরা লক্ষ্য করেছি। তাই আমরা সেগুলো লিখিত আকারে জমা নিয়েছি। এ সপ্তাহ পুরোটা আমরা শিক্ষার্থীদের সেসব অভিযোগ নিয়ে কাজ করব। আগামি সপ্তাহে হলের আসন বরাদ্দের ২য় মেধা তালিকা প্রকাশ করব।