পূর্বদেশ ডেস্ক
গুজব ছড়িয়ে সোমবার আশুলিয়ায় সহিংসতা ঘটানো হয়েছে দাবি করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সেখানে বিক্ষোভরত শ্রমিকদের মধ্যে ঢুকে অনুপ্রবেশকারীরা গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে আশুলিয়ার ঘটনা নিয়ে কথা বলেন শ্রম উপদেষ্টা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীও উপস্থিত ছিলেন।
আসিফ মাহমুদ বলেন, নারী শ্রমিককে ধর্ষণ করা হয়েছে, দুজন শ্রমিককে হত্যা করা হয়েছে, এ ধরনের গুজব ছড়ানো হয়। এই গুজব থেকেই সংঘর্ষের সূত্রপাত জানিয়ে তিনি বলেন, আন্দোলনকারীদের মধ্যে অবস্থান নেওয়া অনুপ্রবেশকারীরা গুলিও ছুড়েছে।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরাবো এলাকার মন্ডল গ্রুপের কারখানার সামনে ওই সংঘর্ষের এ ঘটনা ঘটে। ওই সময় টঙ্গাবাড়ি এলাকার ম্যাংগো টেক্স লিমিটেডের সুইং অপারেটর কাউসার হোসেন খাঁন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া গুলিবিদ্ধ ও আহত হন আরো করেকজন শ্রমিক। খবর বিডিনিউজের।
শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে উপদেষ্টা বলেন, ঘটনার সূত্রপাত হয়েছে একটি গুজবকে কেন্দ্র করে। পরবর্তীতে শ্রমিকদের মধ্য থেকে অনুপ্রবেশকারীরা গুলি ছোড়ে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ জন আহত হন। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িও ভাঙচুর করা হয়। তিনি বলেন, পুরো ঘটনায় পরিকল্পিতভাবে শ্রমিকদেরকে উস্কি দিয়ে রাস্তায় নামানো হয়েছে। এরপরই পরিস্থিতির অবনতি হয়। উসকানিদাতা এবং অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করার কাজ চলছে বলে জানান তিনি।
আশুলিয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার নির্দেশ দেওয়া আছে। একই সাথে শ্রমিক এবং মালিকদের মধ্যে মডারেটর হিসেবে কাজ করার জন্য বলা হয়েছে।
নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, আহত শ্রমিকদেরকেও সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।