সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় সাবেক তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আমি গভীর মর্মাহত, শোকাহত। বিএসসি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশ নেন। তিনি মুক্তিবাহিনীর একজন সদস্য ছিলেন। সকল গণতান্ত্রিক আন্দোলনে সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন নেতৃত্বের অগ্রভাগে। সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার মৃত্যুতে বাংলাদেশ একজন দক্ষ ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারাল। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কোনভাবেই পূরণ হবার নয়। সাবেক মন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গত ৩ জানুয়ারি রাতে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে …… রাজিউন)। খবর বিজ্ঞপ্তির