চট্টগ্রামে ইংরেজি মাধ্যম ও ইসলামিক শিক্ষায় সর্বাধুনিক সুযোগ সুবিধা ও শিক্ষা, ম‚ল্যবোধ ও স্বপ্নের নতুন ঠিকানা হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল বন্দর ক্যাম্পাস।
স্কুল কর্তৃপক্ষ জানায়, নানাবিধ আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি নতুন এই ক্যাম্পাসে রয়েছে বিস্তৃত ক্রীড়া সুবিধা, বন্দর ইনডোর স্পোর্টস কমপ্লেক্স, বন্দর সুইমিং পুল কমপ্লেক্স ও বন্দর স্টেডিয়ামসহ আধুনিক স্পোর্টস সুবিধাসমূহ শিক্ষার্থীদের ব্যবহারের সুযোগ থাকবে। এছাড়াও স্কুল ক্যাম্পাসে নিজস্ব ফুটবল মাঠ, বাস্কেটবল কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট এবং ক্রিকেট প্র্যাকটিস জোন রয়েছে। যথাযথ পাঠদান এবং শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে খোলামেলা শ্রেণিকক্ষ, উন্নতমানের বিজ্ঞান ও আইসিটি ল্যাব, ইনডোর কার্যক্রম ও অনুষ্ঠানের জন্য মাল্টিপারপাস হল এবং ছোটদের জন্য নিরাপদ খেলার জায়গা।
কর্তৃপক্ষ জানায়, বন্দর ক্যাম্পাস আমাদের সেই স্বপ্নের রূপায়ণ, যেখানে আমরা শিক্ষার্থীদের মন ও মানসিকতাকে একত্রে গড়ে তুলতে চাই। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী আত্মবিশ্বাসী, মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে বেড়ে উঠবে।
আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্যামব্রিজ কারিকুলামের পাশাপাশি ইসলামী পাঠ্যক্রম ও ম‚ল্যবোধকে সমান গুরুত্ব দেওয়া হয়ে থাকে। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক গঠন, আত্মিক উন্নয়ন ও সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার দিকেও থাকে নিবিড় মনোযোগ।
বর্তমানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ক্যামব্রিজ কারিকুলামে বন্দর ক্যাম্পাসে ভর্তি কার্যক্রম চলছে। ইতোমধ্যে এই ক্যাম্পাস নিয়ে হালিশহর, আগ্রাবাদ ও বন্দর এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। যা এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে বলে বিশ্বাস স্কুল কর্তৃপক্ষের। বিজ্ঞপ্তি