আল আমিন হজ কাফেলার প্রশিক্ষণ কর্মশালা

1

আল আমিন হজ কাফেলার উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মশালা ও হাজী সমাবেশ গত ১৭ মে বহদ্দারহাটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হজ কাফেলার চেয়ারম্যান আমিরুল হুজ্জাজ আলহাজ মাওলানা আব্দুল নবী আল কাদেরী। প্রধান অতিথি ছিলেন হযতুলহাজ আল্লামা আব্দুল করিম আল কাদেরী। কাফেলার নির্বাহী পরিচালক কাজী মাওলানা আব্দুল খালেক আল কাদেরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা স উ ম আবদুস সামাদ, এম সোলায়মান ফরিদ, মাস্টার আবুল হোসেন, মওলানা শাহ নুর মোহাম্মদ আল কাদেরী, মাওলানা সিরাজুল মোস্তফা সিদ্দিকী, এইচ এম মুজিবুল হক শুক্কুর, নাসির উদ্দীন মাহমুদ, সোহেল মুহাম্মদ ফখরুদ্দিন, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা আব্দুল লতিফ, এ.এইচ.এম মাহবুবুল হক, মাওলানা মাহমুদু রহমান, মোহামদ জানে আলম, মাওলানা ওয়াহিদ উল্লাহ, মাওলানা মেশকাতু ইসলাম, মাওলানা ফজল আহমদ আল কাদেরী, শেখ দিদার উদ্দীন আহমেদ আলহাজ নিজাম উদ্দীন চৌধুরী ও কুসুম আকতার ভান্ডারী প্রমুখ। বিজ্ঞপ্তি