আল-আমিন শিশু নিকেতনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

0

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশের বরকল পাঠানদন্ডী আল-আমিন শিশু নিকেতনে অভিভাবক সমাবেশ বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কামাল উদ্দীন সিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অ্যাড. মো. দেলোয়ার হোসেন।
অধ্যক্ষ মো. ওসমান গণির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অভিভাবক যথাক্রমে ফোরকানুল ইসলাম, পারভেজ উদ্দীন, সনিয়া আক্তার, ডালিয়া আক্তার, নাছিমা আক্তার, শিক্ষক যথাক্রমে ঝিনু গুপ্তা, সাধুর মিয়া, আয়েশা খানম শাহজাদী, ফারিয়া নিগার ইভা, ফাতেমা আক্তার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ, অবকাঠামো, আধুনিক পাঠদান, ইসলামিক শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের বিনোদনমূলক অনুষ্ঠান, বিষয়ভিত্তিক পরীক্ষা, শিক্ষার্থীর জীবনকে সু-সংগঠিত করার অন্যতম সোপান। এ বিষয়গুলোকে সামনে রেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে আধুনিক শিক্ষার্থী হিসেবে গঠন করার সুযোগ পাচ্ছে। বিষয়টি অনুধাবন করে অভিভাবকেরা বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষকদের ধন্যবাদ জানান।