আল আমিন শিশু একাডেমী’র যাত্রারম্ভ

1

শিশুদের জন্য আলোকিত ভূবন জরুরি। প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ সৃষ্টি, দক্ষ নাগরিকরূপে গড়তে হবে নতুন প্রজন্মকে। নৈতিকতা সমৃদ্ধ সহশিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ করে আমাদের এগিয়ে যাওয়া প্রয়োজন। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও শমসের পাড়া সংলগ্ন সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন আল আমিন শিশু একাডেমি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ও তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ছৈয়দ মিনহাজুর রহমান উপরোক্ত বক্তব্য দেন। এমআরটি ক্লাবের সভাপতি রাইহান ইসমাইল’র সভাপতিত্বে সম্পন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও প্রাবন্ধিক উত্তম কুমার আচার্য্য, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, এমআরটি ক্লাবের সাধারণ সম্পাদক এহতেশামুল হক মাহবুব, প্রচার সম্পাদক সাদিয়া শাম্মী, এমআরটি ক্লাবের কার্যনির্বাহী সদস্য আসফাক উদ্দিন জারিফ, মোহাম্মদ জাহিদ হোসাইন, মোহাম্মদ উদ্দিন জুয়েল, এমআরটি শিশু একাডেমি স্কুলের শিক্ষক জেসি ইসলাম, আফসানা আক্তার প্রমি, আল আমিন চাইল্ড একাডেমির শিক্ষক সাদিয়া ইয়াসমিন প্রমুখ। আলোচনা শেষে সকল শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী, নতুন বই প্রদান করা হয়। উল্লেখ্য, সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে যাত্রারম্ভ করেছে আল আমিন শিশু একাডেমি। বিজ্ঞপ্তি