করোনা ভাইরাসের বিস্তার রোধে মুসলিমদের প্রথম কিবলাহ ও তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার জেরুজালেমের ওয়াকফ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। ওয়াকফ কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ডেইলি সাবাহ জানিয়েছে, সাবধানতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে মসজিদের বাইরের অংশ ইবাদতের জন্য উন্মুক্ত থাকবে।
মসজিদের পরিচালক ওমর কিসওয়ানি বলেছেন, ইসলামিক ওয়াকফ কমিটি করোনা ভাইরাস বিস্তার রোধে সুরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আল আকসা মসজিদের অভ্যন্তরে নামাজের স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে মসজিদের প্রাঙ্গণে নামাজ আদায় করা যাবে বলে ওয়াকফ কমিটি থেকে জানানো হয়। ফিলিস্তিনের ধর্মবিষয়ক মন্ত্রণালয় নাগরিকদের ঘরে বসে প্রার্থনার আহ্বান জানিয়েছে। বাংলাট্রিবিউন