হেফাজত ইসলাম বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মুসা বিন ইজহার বলেছেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য। অন্য কারো ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়নি তাই এই চিন্তা করে যারা চলবে আল্লাহতায়ালা তাদেরকে উত্তম পুরস্কার দেবেন। যারা দুনিয়ায় জুলুম নির্যাতন করবে তারা আল্লাহর গজবে নিপতিত হবে। তাই আমাদেরকে জুলুম নির্যাতন থেকে দূরে থাকতে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। মানুষের প্রতি যারা ভালবাসা পোষণ করবে ও মানুষের দুঃখ দুর্দশা লাঘবে যারা এগিয়ে আসবে আল্লাহ তাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা রেখেছেন।
তিনি গতকাল রাতে ষোলশহর রেলস্টেশন এলাকাবাসীর ২ দিনব্যাপি বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্টেশন মসজিদের খতিব জোবাইর হোসেনের সভাপতিত্বে ও হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আনোয়ার হোসেন রব্বানীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আল্লামা আজিজুল হক মাদানী, বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
তাকরির পেশ করেন মাওলানা শাখাওয়াত, মাওলানা আনিছুর রহমান, মাওলানা মুমিন, মাহফিল পরিচালনা কমিটির সেক্রেটারী হাফেজ মাহমুদুল হাসান, মাওলানা জাহেদ, দ্বীন মোহাম্মদ, মাওলানা রেজাউল করিম, মাওলানা কিবরিয়া, মাওলানা রায়হান, মোহাম্মদ আবদুর রশিদ, মো: ফরিদ, মোহাম্মদ খাইরুল ও নূর মোহাম্মদ সহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি