হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী বলেছেন, আল্লাহতায়ালা আমাদের সৃষ্টি করছেন। আমাদের জীবনযাপনের সবকিছুর ব্যবস্থা করেছেন। তাই আমাদের সবার সৃষ্টিকর্তা মহান আল্লাহতায়ালার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। অন্যথায় আমাদের এতো কার্যক্রম, আমাদের পুরো জীবনটাই অনর্থক হয়ে যাবে।
৩১ অক্টোবর সন্ধ্যা ৭টায় সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার তিন দিনব্যাপী ২১তম তাফসীর মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে অধিবেশনভিত্তিক ধারাবাহিক সভাপতিত্ব করেন মুফতী কেফায়েতুল্লাহ, মাওলানা ওসমান ফয়েজী, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী ও মাওলানা মাওলানা মুঈন উদ্দীন। মাওলানা রিজওয়ান আরমান ও মাওলানা আইয়ুব জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় শুরু হওয়া তাফসীর মাহফিল কুরআন তেলাওয়াত করেন প্রখ্যাত কারী সাঈদুল ইসলাম আসাদ। সমাপনী দিবসে তাফসীর পেশ করেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা আবদুল বাসেত খান, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ড. মাওলানা নুরুল আবছার আজহারী, মুফতী সিরাজুল্লাহ মাদানী, মুফতি সোলাইমান এবং মাওলানা এরফান শাহ্ প্রমুখ।











