আল্লামা হারুন ইসলামাবাদীর মতো আলেমের জন্ম হওয়ায় পটিয়াবাসী ধন্য

1

পটিয়া প্রতিনিধি

‘আল্লামা হারুন ইসলামাবাদী (রহ.)- এর জীবন ও কর্মসাধনা’ শীর্ষক আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেছেন, আল্লামা হারুন ইসলামাবাদী (রহ.) ছিলেন বাংলার একজন প্রখ্যাত আলেম, ইসলামী চিন্তাবিদ ও সমাজ সংস্কারক। তাঁর জ্ঞান, বাগ্মিতা ও আদর্শিক নেতৃত্ব পটিয়াকে শুধু চট্টগ্রামেই নয়, সারা দেশের মুসলিম সমাজে পরিচিতি এনে দিয়েছে। তাঁর জীবন ও আদর্শ আজও আমাদের জন্য দিকনির্দেশনা। তাঁর মতো আলেমেজের জন্ম পটিয়াতে হওয়ায় পুরো পুটিয়াবাসী আজ ধন্য, গর্বিত।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, যে সমাজে আল্লামা হারুন ইসলামাবাদীর মতো আলেম সৃষ্টি হয়, সেই সমাজ ধন্য। তরুণ প্রজন্মকে তাঁর চিন্তা ও কর্ম থেকে শিক্ষা নিতে হবে ইসলামের সত্যিকারের বার্তা সমাজে ছড়িয়ে দিতে।
সভায় অন্যান্য বক্তারা আল্লামা হারুন ইসলামাবাদীর শিক্ষা, দাওয়াতি কর্মকান্ড, সমাজসেবা ও ইসলামী আন্দোলনে তাঁর অবদানের ওপর বিস্তারিত আলোকপাত করেন।
ছনহরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাহবুবুল আলম আলমদারের সভাপতিত্বে পটিয়া ইসলামী জাগরণ ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, মো. ইব্রাহীম, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক হারুনুর রশিদ চৌধুরী, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, নাছির উদ্দীন, জিল্লুর রহমান, ফরিদ আহমদ, পটিয়া পৌরসভা যুবদলের আহব্বায়ক আবছার উদ্দিন সোহেল, সেলিম মাস্টার, নাজিম উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক আলেম-ওলামা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।